ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটিতে গণসংযোগ করেছেন।
শুক্রবার (৩১ শে অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রানাপাশা ইউনিয়ন এর তেতুলবাড়িয়া,উকিল বাজার, তেতুলবাড়িয়া ফেরীঘাটসহ বিভিন্ন এলাকায় এ গনসংযোগ করেছেন তিনি। এ সময় তিনি
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগনের মাঝে লিফলেট বিতরন করেন এবং তাদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময়ের সময় ইলেন ভুট্টো বলেন, গত ১৭ বছরে নলছিটি – ঝালকাঠির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হবে। তারেক রহমানের নির্দেশে রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি।
এ সময় গনসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সহ- সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেছাব আলী,মোল্লার হাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম হাওলাদার সহ বিএনপির শত শত নেতাকর্মী।

Leave a Reply