হেলাল শেখঃ দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় আধিপত্য বিস্তার করে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা স্থানীয়দের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো,
অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে ভেঙে যায় সেই দাপট।
গত বুধবার (৩০ অক্টোবর ২০২৫ইং) গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় আকস্মিকভাবে পাঁচ রাউন্ড গুলির শব্দে পুরো এলাকা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ৪জনকে গ্রেফতাট করতে সক্ষম হোন। পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও নির্দেশনা অনুযায়ী সেনা ও পুলিশ সদস্যরা যৌথভাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেন।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে-১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশি অস্ত্র (চাপাতি, ছুরি), ১টি হকি স্টিক, ২টি ইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল ফোন, ৩টি ওয়াকি-টকি, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং ৪ লিটার বিদেশি মদ।
অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), গাজীরচট, আশুলিয়া,
মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), গাজীরচট, আশুলিয়া ,মোঃ জাহিদুল আলম (২৪), রাণীনগর, চাঁপাইনবাবগঞ্জ, মাসুমা আক্তার রিয়া (২৩), মধ্য গাজীরচট, আশুলিয়া ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী জানান।

Leave a Reply