হেলাল শেখঃ ঢাকার সাভারের বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় অবশেষে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
পুলিশ জানায়, সকালে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে সাভার মডেল থানায় অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, গত রবিবার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে সাভারের খাগান এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর চলা এই সংঘর্ষে উভয়পক্ষের শতাধিকের বেশি শিক্ষার্থী আহত হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ভবন, পরিবহনসহ বিভিন্ন স্থাপনায়।
অভিযোগ রয়েছে, এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার লিখিত মুচলেকা নিয়ে তাদের ফেরত দেয়া হয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালানো হয়। পরে পরদিন লিখিত মুচলেকা নিয়ে তাদের ফেরত দেয়া হয়।
সংঘর্ষের পর দিন সিটি ইউনিভার্সিটি এক সংবাদ সম্মেলনে জানায়, হামলায় তাদের ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তুলে ধরেন এবং ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি জানায়।
পরবর্তী দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগ তুলে ধরে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে।
সবশেষে গতকাল বুধবার, উভয় বিশ্ববিদ্যালয়ই হামলা, ভাঙচুর ও জিম্মির অভিযোগে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Leave a Reply