জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
বিএনপি নেতা কর্তৃক সিরাজগঞ্জের সলঙ্গায় উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বিএনপি নেতার বিচার দাবী করেছে শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়,উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে অতর্কিতভাবে ভাবে প্রবেশ করে সুদক্ষ ও প্রবীণ প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদারের সঙ্গে অসদাচরনসহ অন্যান্য শিক্ষকদেরও অপমান করেন।এরই প্রতিবাদে বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীরা তখনই ভুয়া ভুয়া বলে প্রতিবাদ মিছিল শুরু করলে তাৎক্ষণিকভাবে চলে যেতে বাধ্য হয়।প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার একজন সুদক্ষ,প্রবীণ ও যোগ্য প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন। তাই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিএনপি নেতার এমন অসদাচারণ,খাম খেয়ালিপনার সু-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী মিন্টু আহমেদ,খায়রুল ইসলাম,রাশিদুল ইসলামসহ অনেকে।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply