ময়মনসিংহ সদরে ২৮৯তম স্কাউটিং বিষয়ক ওরি-য়েন্টেশন কোর্স ২০২৫ অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে ২৮৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০অক্টোবর) বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ সদর উপজেলা ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এই ওরিয়েন্টেশন কোর্স
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৫২ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। এই কোর্সের লক্ষ্য ছিল নতুন রোভার স্কাউট লিডার তৈরি করা, যারা ভবিষ্যতে স্কাউটিংয়ের চেতনা ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে পারবে।

কোর্সের উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, “স্কাউটিং কেবল একটি আন্দোলন নয়; এটি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার অন্যতম মাধ্যম। নতুন রোভার স্কাউটদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।” তিনি স্কাউটিংয়ের আদর্শ ও সামাজিক দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের দেশের সেবায় নিজেকে নিবেদিত করার আহ্বান জানান। এসময় সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ সদর উপজেলা শাখার সহ সভাপতি নারায়ন চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলার সম্পাদক ও কাউনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্সে অংশগ্রহণকারীরা স্কাউটিংয়ের মূলনীতি, নেতৃত্বের গুণাবলি, এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিশেষ দিকনির্দেশনা লাভ করেন। কোর্স লিডার হিসেবে তিনি তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে রোভার স্কাউটদের স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ করেন। তার দক্ষ নেতৃত্বে পুরো প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক হয়ে ওঠে।

কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, “স্কাউটিং আমাদের শিখায় কীভাবে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে হয় এবং কীভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হয়। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বে দক্ষ করে তোলে এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করে।” তিনি অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মূল আদর্শকে সামনে রেখে নিজেদের উন্নয়নে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করেন।

এই ওরিয়েন্টেশন কোর্সের অন্যতম লক্ষ্য ছিল স্কাউট সদস্যদের মাঝে নেতৃত্ব গুণাবলি তৈরি এবং সমাজসেবামূলক কার্যক্রমে উৎসাহ প্রদান। স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নৈতিক গুণাবলির বিকাশ ঘটানো হয়। প্রশিক্ষণে স্কাউটিংয়ের আদর্শ ও কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেছেন। এই কোর্সটি অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের নেতৃত্বের গুণাবলিকে আরও সুদৃঢ় করবে এবং আগামীতে দক্ষ রোভার স্কাউট লিডার হিসেবে তাদের প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫২জন রোভার স্কাউট সদস্যরা কোর্স শেষে প্রশংসাপত্র লাভ করেন এবং স্কাউটিংয়ের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষক ১০৩ নং দিঘারকান্দা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম এলটি,ইউনিট লিডার জারিফ মেমোরিয়াল স্কুলের শিক্ষক স্কাউটার মোহাম্মদ আব্দুস সালাম এলটি,বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক হাসান মাসুদ এলটি,দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্কাউটার মোহাম্মদ শফিকুল ইসলাম এলটি সহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *