আমি আ.লীগ করি এটাই আমার অপরাধ চেয়ারম্যান – নজরুল ইসলাম

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। কোর্টে পাঠানোর সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আওয়ামিলীগ করি এজন্য আমাকে গ্রেফতার করেছে আমি একজন কলেজের অধ্যক্ষ আমার নামে কোন মামলা নাই। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

নেছারাবাদ থানার ডিউটি অফিসার জানান, চেয়ারম্যান নজরুল ইসলামকে রাতে থানায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গ্রেফতারকৃত চেয়ারম্যানের স্ত্রী মোসাঃ মমতাজ বেগম দাবি করেছেন, তার স্বামী নির্দোষ। তিনি বলেন, “আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেছেন বলেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে।”

চেয়ারম্যান নজরুল ইসলাম নেছারাবাদের ১০নং সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।আদালতে পাঠানো পূর্ব মুহুর্তে চেয়ারম্যান সাংবাদিক এর প্রশ্নের জবাবে বলেন, আমি আওয়ামিলীগ করি এটাই আমার অপরাধ এ কারনেই আমাকে গ্রেফতার করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, “একটি মারামারি মামলায় চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *