খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তির মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৫নং সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের ছোট ভাই ডলারের বিরুদ্ধে। রবিবার (২৬ অক্টোবর) রাতে বুড়িরহাট বাজারে সেই টাকা ফেরত চাওয়ায় নাজমা বেগমের সাথে হাতাহাতি হয় সাদেকুল ইসলামের। উক্ত ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। নাজমা বেগম উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর নয়াপাড়া গ্রামের সাদিনুর ইসলামের স্ত্রী।
অভিযোগে বলেন, দেড় বছর পূর্বে সরকারি টিউবওয়েল দেওয়ার জন্য সাদিকুল ইসলামের মাধ্যমে ৫ হাজার টাকা নেন চেয়ারম্যানের ছোট ভাই ডলার। দীর্ঘদিন পর সেই টাকা ফেরত চাওয়ায় সাদিকুল ইসলামের সাথে বুড়িরহাট বাজারে নাজমা বেগমের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পরে নাজমা বেগম বাড়ি ফেরার সময় রাস্তায় আটক করে তাকে বেধড়ক মারধর করেন সাদেকুল ও তার পরিবারের লোকজন। নাজমা বেগম ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে নাজমা বেগম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যানের বড় ভাই সাজু বকসী জমি মাপার কথা বলে ২ হাজার ৫শত টাকা নিয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে সাদেকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার মাধ্যমে চেয়ারম্যানের ছোট ভাই ডলার ৫শত টাকা নিয়েছেন বলে সত্যতা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply