গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের নির্বাচনের প্র-চারণা শুরু

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন ২০২৬-২০২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে ভোট প্রার্থনায় নেমেছেন জহিরুল-ফারুক ঐক্য পরিষদ। পরিচ্ছন্ন ইমেজ ও সৎ আদর্শের কারণে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্যানেলটি।

প্রতীক বরাদ্দের আগেই প্যানেলটির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। ভোটারদের অনেকেই জানিয়েছেন, বিগত দিনে সংগঠনের কল্যাণে মোঃ জহিরুল ইসলাম সরকার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাই তারা সভাপতি পদে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভোটাররা বলেন “জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সংগঠনের স্বার্থে কাজ করেছেন। নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে সংগঠনকে গতিশীল করেছেন।”

সভাপতি পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম সরকার বলেন, “আমি এবং আমার পূর্ণ প্যানেল বিজয়ী হলে, গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবো। বর্তমানে জেলায় প্রায় ১৬০০ এর বেশি ইলেক্ট্রিক্যাল দোকান রয়েছে। আমরা সবাইকে এই সংগঠনের আওতায় নিয়ে আসবো।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া বলেন, “কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় আমার দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রায় ৩০ বছর ধরে এই পেশার সাথে যুক্ত। পরিচ্ছন্ন ইমেজ এবং দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি আশা করছি, ভোটাররা আমাকে এবং আমার পূর্ণ প্যানেলকে বিজয়ী করবেন।” আগামী নির্বাচনকে ঘিরে ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সমাজে উচ্ছ্বাস ও নির্বাচনমুখর পরিবেশ বিরাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *