এম এ আলিম রিপন,সুজানগরঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) পাবনা জেলার সুজানগর উপজেলা প্রকৌশলীর দপ্তরে কর্মরত উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক(৪৭) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।তার বাড়ী টাংগাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিপুর গ্রামে। এদিকে হঠাৎ তার মৃত্যুর খবরে তার প্রিয় সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম ও সুজানগর উপজেলা প্রকৌশলী আসাদুন্নবী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) পাবনা জেলার সুজানগর উপজেলা প্রকৌশলীর দপ্তরে কর্মরত উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক ২০১৯ সাল থেকে সুজানগর উপজেলায় কর্মরত ছিলেন।
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Leave a Reply