নানা আয়োজনের মধ্য দিয়ে নেছারাবাদে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উ-দযাপন

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

‘যুব ঐক্য প্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেছারাবাদ উপজেলা এবং স্বরূপকাঠি পৌর যুবদলের নেতৃত্বে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বাসস্ট্যান্ড থেকে বাদক দলের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। সকাল ১১টায় র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

এ সময় র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হাসান এবং পৌর সাংগঠনিক সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নেছারাবাদ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , যুব নেতা আব্দুল্লাহ আল জুবায়ের সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল ও আহবায় থানা ছাত্রদল, যুবনেতা হাসিবুর রহমান (সুহান)
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রদল। সাবেক সাংগঠনিক সম্পাদক
সরকারি স্বরুপকাঠী কলেজ ছাত্রদল, যুবনেতা রেজাউল কবির নান্টু, মারুফ তালুকদার, আব্দুর রহিম,আতিকুল হাসান,মাসুম বিল্লাহ, জিহাদ হাসান জয়,ইমরান খন্দকার, শরিফুল ইসলাম, কামরুজ্জামান হাফিজ প্রমুখ।

পৌর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা আসলাম ডাকুয়া সাবেক পৌর যুগ্ম আহবায়ক, যুব নেতা আল আমিন সিকদার সাবেক যুগ্ন আহবায়ক পৌর ছাত্রদল, যুব নেতা বদরুল আহসান, যুব নেতা রাকিবুল ইসলাম রানা, রাসেল,ইসরাফিল, সাজ্জাত হোসেন, রাসেল খান প্রমুখ।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *