ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নলছিটিতে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বেল্লাল হোসেনের মাছের ঘেরের সামনে ইটের সোলিং রাস্তা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটক যুবকের নাম মো. খলিলুর রহমান (২৭)। তিনি একই এলাকার ফারুক খানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. হারুনার রশিদ-এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১১টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে খলিলের হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নলছিটি থানায় একাদিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত খলিলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার মাধ্যমে নলছিটির তরুণ ও যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এর আগে একাধিকবার খলিল ও তার বাবা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু কিছুদিন পর আদালত থেকে জামিনে এসে পুনরায় এই ব্যবসা শুরু করে। মাছের ঘের, মুরগির খামার ও কাঠের ব্যবসার আড়ালে তিনি তৈরি করেছেন বিশাল এক সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, তার মাদক চক্রের সঙ্গে স্থানীয় একাধিক রাজনৈতিক কর্মী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্য এবং নির্দিষ্ট কয়েকজন মোটরসাইকেল ও পিকআপ চালক জড়িত রয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, “খলিল (বাবা খলিল নামে পরিচিত) তার কারণেই আমাদের এলাকার আনাচে-কানাচে মাদক ছড়িয়ে পড়েছে। সে হোলসেলে মাদক বিক্রি করে, তবে তার এলাকা ভিত্তিক ডিলার রয়েছে। গ্রাহকদের জন্য নির্দিষ্ট ভাড়ায় মোটরসাইকেল চালক এবং চালান আনা-নেওয়ার জন্য তার নিজস্ব পিকআপ ও ডাইসু গাড়ির চালকও রয়েছে।
তার ব্যবসা পরিচালনার অর্থের যোগান দেন কয়েকজন রাজনৈতিক কর্মী। সেই সঙ্গে তালতলা বাজারের প্রতিটি মোড়ে তার সোর্স থাকে সবসময়। আওয়ামী লীগের সময়ে কিছু ছাত্রলীগ ও যুবলীগ নেতা তার কাছ থেকে পারসেন্টেজ নিতেন; এখনো কয়েকজন ছাত্রলীগের সদস্য তার ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করছেন বলে জানান।
স্থানীয়দের দাবি নলছিটিকে মাদকমুক্ত রাখতে হলে খলিলের মাদক কারবারের সাথে জড়িত সকলকে খুঁজে বেড় করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে ঝালকাঠি গোয়েন্দা শাখার ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়, তাকে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply