অবশেষে সব জ-ল্পনা ক-ল্পনার অবসান ঘটিয়ে ডেমাজানীতেই নির্মাণ হচ্ছে আমরুল ইউনিয়ন ভূমি অফিস

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শাজাহানপুরের ডেমাজানীস্থ বলিহার রাজার
কাচারী বাড়িতেই নির্মাণ হচ্ছে আমরুল ইউনিয়ন ভূমি অফিস । সোমবার (২৭ অক্টোবর) বেজ ঢালাইয়ের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক। এসময় অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, কামরুজ্জামান রাজা, বিপুল রানা মোল্লা, আরিফ সরকার টিয়া,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ চন্চল, আপেল মাহমুদ,জহুরুল ইসলাম বিএসসি সহ উপজেলা প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্হিত ছিলেন । উল্লেখ্য, আমরুল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ নিয়ে কিছু কুচক্রী মহল সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিজ এলাকায় নিয়ে যেতে চাচ্ছিলো। এ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয় । অবশেষে জেলা প্রশাসনের গৃহীত সঠিক সিদ্ধান্তে দু’পক্ষের রশি টানাটানির অবসান হলো । জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *