কুড়িগ্রাম প্রতিনিধি:
২৫ কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সংকেত পেলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় গুলশানে কার্যালয়ে গত রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিতভাবে এক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্ত ঘোষণামতে ২৫ কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সংকেত পেলেন আলহাজ্ব সাইফুর রহমান রানা। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সংগঠিতভাবে জনগনের দ্বারে-দ্বারে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি সকল নেতাকর্মীকে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে এবং বিএনপির প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, কুড়িগ্রাম-১ আসনে আলহাজ্ব সাইফুর রহমান রানার নেতৃত্বে দল এখন আগের চেয়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বিজয় নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, দেশ নায়ক ও তারুণ্যের অহংকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দল থেকে সবুজ সংকেত তো আমাকে আগেই দেয়া হয়েছে। আজ সকল নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে কনফারেন্সের মাধ্যমে সবাইকে অবগত করেনন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সকলে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে পারি। আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবো ।
তিনি সর্বশেষ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী এলাকায় গনসংযোগ চলছে। আমার সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা যা বাস্তবায়িত হলে কুড়িগ্রাম ১আসন হবে নদী ভাঙন মুক্ত, কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান ও মাদকমুক্ত কুড়িগ্রাম ১আসন। সরকার গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা আমাূের মূল-শক্তি। আমি এই জনপদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম ও আছি এবং থাকব ইনশাআল্লাহ।

Leave a Reply