এম এ সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নগদ ৫ লাখ টাকা ও বাদীর স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী উল্লাপাড়া উপজেলার চয়ড়া খোর্দ্দ গজাইল গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে অভিযুক্ত আসামী পাবনার সাথিয়া উপজেলার মহিষাখোলা গ্রামের লুৎফর আলী খাঁর ছেলে হাসমত আলী ও উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর আদালতে প্রতারণামুলক দু’টি মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে এ মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত।
আজ সোমবার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে বাদী অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের জানান, আসামীদ্বয় যোগ সাজশে সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরির নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি আইন, আদালত ও সরকারের কাছে এর ন্যায়সঙ্গত সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত হাসমত আলী ও মিজানুর রহমানের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply