আজিজুল ইসলাম, যশোরঃ
যশোরের মুড়লী মোড় এলাকা হতে ১ কেজি বিশ গ্রাম ওজনের আট টি স্বর্ণের বার, এবং ১দশমিক ৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটিসহ, শেখ অলিউল্লা নামে এক ব্যাক্তিকে আটক কোরেছে বিজিবি।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর খুলনা মহাসড়কের মুড়লীর মোড় হতে স্বর্ণসহ তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো সে নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা যাওয়ার পথে তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশত একচল্লিশ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। যার মুল্য বিশ হাজার টাকা। এবং ১ হাজার ৭৬০ টাকা নগদ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply