মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরতে এবং জনমত গঠনের লক্ষ্যে নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে এই নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। এসয়ম সমাবেশটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত অসংখ্য নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপন, বিএনপি নেতা ভিপি শাহীন, আব্দুল মতিন, বাদশা সিকদার, কাইয়ুম মৃধা, মীর শরিফ, জামাল গাজী, তোফাজ্জল হোসেন তপন মোল্লা, মো. মহিউদ্দিন, যুবদল নেতা বুরজাহান ঢালী, মাকসুদুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ছাত্রদল নেতা রোমান হোসেন, রাফসান, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির সরকার এবং পলাশ মাহমুদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *