নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গোদাগাড়ীর দিয়ার মানিকচক এলাকার মাদক ব্যবসায়ী আনসারুল রনি কম্পিউটারের প্রিন্টারের মধ্যে অভিনব কায়দায় হেরোইন নিয়ে যাওয়ার সময় র্যাব-৫ এর হতে গ্রেফতার হয়েছেন।
গত শনিবার (২৫ অক্টোবর) দুপুর- সোয়া ১২ সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের মোঃ শামসুল আলীর ছেলে মোঃ আসারুল রনি (২১) ও সিরাজগঞ্জ রেলকলোনীর গ্রামের হযরত আলী শেখের মেয়ে মোছাঃ জাহানারা (৫০) কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার-০১টি, মোবাইল-০২টি উদ্ধার করে।
জানা যায় ২নং আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করতঃ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ডেলিভারি করে আসছিলো। এছাড়া ধৃত ১নং আসামি মোঃ আসারুল রনি’র বাড়ী গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগম সহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।
রনি গ্রেফতারের বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Leave a Reply