আশুলিয়ায় বিএনপি নেতা জামাই উজ্জ্বলের বাড়ি ঘর ও দলীয় অফিস ভাং-চুর-থানায় মা-মলা

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল মোল্লার মেয়ের জামাই বিএনপির ত্যাগী নেতা মোঃ আতিকুর রহমান উজ্জ্বলের বাড়ি ঘর ও বিএনপির অফিস ভাংচুরসহ স্বর্ণালংকার লুটপাট করার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন উজ্জ্বলের স্ত্রী।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কিশোর গ্যাং চাঁদাবাজদের লিডার ডিএক্স আলামিনের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী জামাই উজ্জ্বলের বাড়ি ঘরসহ দলীয় অফিস ভাংচুর করে। এসময় লোকজন বাঁধা দেয়ায় একজনকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ডিএক্স আলামিন বাহিনী।

এ ঘটনায় কিশোর গ্যাং লিডার ডি এক্স আলামিনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন বিএনপি নেতা উজ্জ্বলের স্ত্রী সুমি আক্তার।

বিএনপি নেতা আতিকুর রহমান উজ্জ্বল বলেন, আমি ৫ আগষ্টের আগে ফ্যাসিস্ট সরকারের যৌথ বাহিনী আমার জামগড়া বাসা থেকে গ্রেফতার করে, তিনি দাবী করেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তা করার জন্য আমি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সরকারি ভাবে আদালতের মাধ্যমে জামিনে বের হই। আপনারা আমার বিষয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর ইউনিয়নে খোঁজ খবর নেন আমি কেমন বিএনপির রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করি। এখন এই সন্ত্রাসী চাঁদাবাজরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজির প্রতিবাদ করায়। আমি অনুরোধ করছি হাজার হাজার বহিরাগত বিভিন্ন পেশার মানুষের বসবাস আশুলিয়ার জামগড়ায় শ্রমিকসহ সবার কাছে জেনে দেখে আমি কেমন মানুষ।

কিশোর গ্যাং লিডার ডি এক্স আলামিন গ্যাংদের সাথে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ জামগড়া আর্মি ক্যাম্প ও র‍্যাব-৪ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

উক্ত ঘটনার বিষয়ে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, সন্ত্রাসী ডিএক্স আলামিনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, বিএনপির নেতার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *