আন-নাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় না-রীদের মাঝে ছাগল বিতরণ

এম এ আলিম রিপনঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল,স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পাবনা সদর উপজেলার দুবলিয়া, টাটিপাড়া সহ স্থানীয় কয়েকটি গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত আন-নাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে সম্প্রতি এ ছাগল বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী দুবলিয়া হাজী জসিমউদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠে আন-নাফি ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও আন নাফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুলের সঞ্চালনায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক বিশ্বাস। তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ টিপু বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ মো: রবিউল ইসলাম । অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম রহমত (কোষাধ্যক্ষ, আন-নাফি ফাউন্ডেশন), ইকরামুল হক ও সম্রাট বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ফাউন্ডেশনের প্রধান অর্থ পৃষ্ঠপোষক আনসার আলী প্রমানিক। অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে এ ছাগল বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দঁাড়ানোর গুরুত্ব তুলে আন- নাফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুল জানান, বিগত কয়েক বছর যাবত দুবলিয়া, টাটি পাড়াসহ আশে পাশের এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী (বিশেষত রমজান মাসে) বিতরণ করে আসছে। আজকের এ ছাগল বিতরণ কার্যক্রমটি প্রত্যক্ষভাবে আন- নাফি ফাউন্ডেশন সম্পূর্ণভাবে চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে আসছে । এই ধরনের চ্যারিটি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে । ইসলামের মূল শিক্ষা মানুষের কল্যাণে কাজ করা এবং দারিদ্র‍্য দূরীকরণে ভূমিকা রাখা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন নাফি ফাউন্ডেশন। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাবে আন- রাফি ফাউন্ডেশন বলেও জানান তিনি। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে এসকল অসহায় পরিবার স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *