বেগমগঞ্জে ধারকৃত ৩০ (ত্রিশ)লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক ব্যবসায়ী আমির হোসেন,কোর্টে মাম-লা দায়ের

রফিকুল ইসলাম সুমন
(নোয়াখালী জেলা প্রতিনিধি)

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারের গোলাবাড়িয়া মধ্য পোলের গোড়ার আমির হোসেন নামে এক প্রতারক মসলা ব্যবসায়ী তার ব্যবসা সম্প্রসারণের অজুহাত দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৪ কোটির ও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ইতিমধ্যে পলাতক আমির হোসেন এর বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করতে শুরু করছেন ভুক্তভোগী পাওনাদাররা। পলাতক অভিযুক্ত আমির হোসেন বেগমগঞ্জ উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের আব্বাছ আলী মিয়াজী বাড়ীর মোবারক উল্যার পুত্র। তাহার মোবাইল নাম্বার 01871060780/01897155681

ভুক্তভোগী সুত্রে জানা যায়,
দীর্ঘ পরিচয়ের সুবাদে ফেনীর দাগনভুঞা উপজেলার বাসিন্দা তিনি দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকনের নিকট হতে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একাধিক ব্যাংকের চেক, স্ট্যাপ,জাতীয় পরিচয়পত্র, ছবি দিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ করার শর্তে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হাওলাত নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে উক্ত ধারকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মসলা ব্যবসায়ী আমির হোসেনকে তাগাদা প্রদান করে পাওনাদার আলাউদ্দিন লিংকন। এরি পরিপ্রেক্ষিতে পাওনা টাকা পরিশোধের লক্ষে গত ২৩/০৬/২০২৫ ইং আমির হোসেন তার নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, চৌমুহনী শাখা, বেগমগঞ্জ, এর অনুকুলে
৩০ (ত্রিশ)লক্ষ টাকার একটি চেক প্রদান করেন।যাহার একাউন্ট নাম্বার ( 20501260204991809),
যাহার নং (MCP 3401971)।কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় পরবর্তীতে ২৪ /০৬/২০২৫ ইং ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেক টি ডিজঅনার করেন। নিজের কষ্টার্জিত ৩০ লক্ষ টাকা না পেয়ে কোনরূপ উপায়ন্তর না দেখে পাওনাদার মোঃ আলাউদ্দিন লিংকন প্রতারক মসলা ব্যবসায়ী আমির হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ৩নং আমলী (বেগমগন্জ্ঞ ) আদালতে অভিযোগ দায়ের করেন। যাহার নং সি আর মামলা ৮৩৩/২০২৫ ইং। এদিকে স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, চৌমুহনীর দক্ষিণ বাজারে আমির মসলা মিল নামে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। বিভিন্ন লোকজনের কাছ থেকে আমির হোসেন প্রায় ৪ (চার)কোটির ও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *