বামুন্দী জান্নাতুলবাকী কেন্দ্রীয় ক-বরস্থানের গাছ ক-র্তনের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এম এ আলিম রিপন।।
সুজানগর, পাবনা প্রতিনিধি ঃ

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দী জান্নাতুলবাকী কেন্দ্রীয় কবরস্থানের গাছ কর্তনের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় কবরস্থানের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মো: মাসুম বিল্লাহ, সাবেক সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জানান এখন যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে “বামুন্দী জান্নাতুলবাকী কেন্দ্রীয় গোরস্থান”। কবরস্থানের গাছ কেটে বিক্রি নিয়ে স্থানীয় কতিপয় কয়েকজন ব্যক্তি সম্প্রতি সাংবাদিক ভাইদের নিকট যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। প্রায় ১০০ বছর আগে বামুন্দী গ্রামের উদ্দ্যোগে বামুন্দীর নামে প্রায় ১০ বিঘা জমির উপর এই কবরস্থানটি করা হয়। রাইশিমুল, পাইকপাড়া, বগাজানি ও বামুন্দী গ্রাম গুলো নিচু হওয়ায় বর্ষাকালে বন্যার পানিতে কবর দেওয়ার মত অবস্থায় ছিলো না।যার ফলে কবরটা বড়জোরপুকুরিয়া মৌজার তেবিলা মোল্লাপাড়া ও চরজোরপুকুরিয়া গ্রামের পাশেই একটা উচু সুবিধাজনক জায়গায় করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে চরজোরপুকুরিয়া গ্রামের কতিপয় অসাধু ব্যক্তি কবরস্থানের ভিতর থেকে বাশ ও গাছ কেটে বিক্রি করে টাকা আত্বসাৎ করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর, ২০২৫ ইং তারিখে চরজোরপুকুরিয়া গ্রামের নাসিম ও আলেপ নামের ২জন অসাধু ব্যক্তি কবরস্থানের তালা কেটে ১২ থেকে ১৫ টি ইউক্লেকটার ও মেহগনি গাছে কেটে বিক্রি করেছে। এই ঘটনায় থানায় আমি মাসুম বিল্লাহ নিজে বাদী হয়ে জিডি করেছি, যাহা মামলা প্রক্রিয়াধীন।কারণ জমিটি এখনো আমার দাদীর নামেই আছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটিও জানিয়ে দিতে চাই যে , গোরস্তানের গাছ বিক্রি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের কাছে যে তথ্য দিয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তকর। এ কবরস্থানে যে যে গ্রামের মৃত মানুষদের সমাহিত করা হয় সে সকল গ্রামের সর্ব শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে আমরা একটা সুন্দর কমিটি করবো যেখানে পাইকপাড়া থেকে ১জন , বগাজানি থেকে ১ জন, তেবিলা মোল্লাপাড়া থেকে ২/১ জন ও চরজোরপুকুরিয়া থেকে ২/১ জন নেওয়া হবে। একটা সম্প্রীতি বজায় রাখতে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে অপরাধী ব্যক্তিদ্বয় যদি আত্বসাৎ এর টাকা কমিটির কাছে ফেরত দিয়ে দিয়ে দেয় তাহলে থানা থেকে অভিযোগটি তুলে নেওয়া হবে। অন্যথায় আইন আইনের গতিতে চলবে। এ সময় কবরস্থানটির সার্বিক উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা রাখেন কবরস্থান পরিচালনা ও কমিটির নেতৃবৃন্দ এবং সকলে মিলেমিশে কবরস্থানটির সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন , আলহাজ্ব শিহাব উদ্দিন মন্ডল , প্রভাষক আব্দুর রাজ্জাক মোল্লা , আসাদুজ্জামান আসাদ মোল্লা , লিয়াকত আলী মন্ডল , পাইকপাড়ার শাজাহান শেখ, বগাজানির আবুল কাশেম , তেবিলা মোল্লাপাড়ার আব্দুল মান্নান , শাজাহান মন্ডল , ইসলামপাড়ার ইসলাম শেখ , বামুন্দীর শাজাহান প্রামানিক , বামুন্দীর শহিদুল্লাহ বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *