মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও নিদ্রা পর্যটন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন, পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করতে।
তাঁরা আরও বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমরা ঋণ চাই না, আমরা ক্ষতিপূরণ চাই। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নীতিমালার পক্ষে জনমত তৈরি করে এবং টেকসই জীবনযাত্রার উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছি।
মংচিন থান
তালতলী প্রতিনিধি

Leave a Reply