আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেলের নিয়ন্ত্রনণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ব হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিল কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রনণ হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জখমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজ গাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃুত্যবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এবং আহতদের সুু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

Leave a Reply