কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা ৯ আসন, লাকসাম- মনোহরগঞ্জ নিয়ে, আর এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.একেএম জাহাঙ্গীর, গত শুক্রবার বিকালে মনোহরগঞ্জ ঝলম গ্রামের ঈদগাহ মাঠ থেকে তার নেতৃত্বে তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ, নির্বাচনী প্রচারনা ও গন মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় তিনি বক্তব্যে
বলেন তার ভাই শিল্প ব্যাংকের চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন এটিএম আলমগীর, তার স্বপ্ন ও তারেক রহমানের স্বপ্ন পূরণ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আরো বলেন দল থেকে মনোনয়ন পেলে লাকসাম ও মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করবো। গত ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার আমাকে চাকরি থেকে জোরপূর্বক বাদ দিয়েছে,আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এলাকায় অনেক উন্নয়ন করেছি,ষড়যন্ত্র করে আমাকে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। তারেক রহমান কে ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ,২০১৪ সালে সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয় ঐ বৈঠকে আমি অংশগ্রহণ করায় চাকরি পূর্ণ না হতেই জোরপূর্বক দপ্তর থেকে সরিয়ে দেয় আওয়ামী চক্র। তখন পতিবাদ করার সাহস ছিল না কারোর।মুখ বন্ধ ছিল গনতন্ত্রের।
আমি দেশের জন্য ও দেশের আপামর জনগণের জন্য কাজ করতে চাই,সামনে সুযোগ পেলে লাকসাম – মনোহরগঞ্জের জন্য উন্নয়নে কাজ করবো।
বক্তব্য শেষে একে এম জাহাঙ্গীরের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে বিশাল মিছিল বের করেন,মিছিল টি বিভিন্ন এলাকা ঘুরে মনোহরগঞ্জের ঝলম ঈদগাহ মাঠে এসে শেষ হয়।


Leave a Reply