আরিফ রববানী ময়মনসিংহ।।
স্কুল পরিদর্শনে এসে প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোজ- খবর নেওয়ার পর তাদের সাথে আলাপচারিতায় সমস্যার কথা জানলেন আর ক্লাস নিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম । এসময় শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণে সময় কাটিয়ে তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) দুপুরে উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক। বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের ক্লাসও নিয়েছেন তিনি। ক্লাসে তাদেরকে অনুপ্রেরণা ও শিক্ষামূলক পরামর্শ দেন জেলা প্রশাসক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো, সহকারী শিক্ষা অফিসার,প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আজ হঠাৎ ডিসি স্যার আমাদের ক্লাস নিয়েছেন। কখনও কল্পনাও করেনি ডিসি স্যার আমাদের ক্লাস নেবেন। স্যার অনেক সুন্দর ও সহজভাবে আমাদের বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন।
একজন ক্ষুদে শিক্ষার্থী বলেন, ডিসি স্যার ক্লাসে ঢুকে পরিচয় দেন। তখন ভয় পাচ্ছিলাম স্যার কি জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারবো কিনা। স্যার আসবেন আমরা কেউ জানতাম না। পরে ডিসি স্যার আমাদের ক্লাস নেন। আমাদের সঙ্গে সুন্দর ভাবে কথা বলেন। তখন কোনো ভয় ছিল না। আমাদের স্যারদের মতোই মনে হয়েছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হয়েছি। স্যার এত সুন্দরভাবে আমাদের সাধারণ জ্ঞানে ক্লাস নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বলেন, জেলা প্রশাসক স্যার মাঠে গাড়ি রেখেই হঠাৎ করে বিদ্যালয়ের অফিসে প্রবেশ করেন। আমরা জানতাম না স্যার আজ বিদ্যালয়ে আসবেন। তারপর তিনি আমার খোঁজে ক্লাসে আসেন। তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ক্লাস নেন। এসময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিভিন্ন কর্মসূচির মধ্যেও সময় বের করে বিদ্যালয়ে পরিদর্শনে যেতে হয়। পাঠ্যপুস্তকের বাইরেও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান দিতে হবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আরও বেশি ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রসারে শিক্ষক-শিক্ষকারা খুবই সচেতন। ডিসি বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন। ডিসি স্যার পরে বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন করেন।
স্থানীয় শিক্ষকদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষাপ্রেম ও মাঠপর্যায়ে প্রশাসনের সম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply