সিরাজগঞ্জ প্রতিনিধি অভিজিৎ কুমার দাস:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চার কলেজ শিক্ষার্থী।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থী ইউনুস খান, নাইম শেখ, সাব্বির ও আব্দুল হাকিম। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় আব্দুল মতিনের মেয়ে মুক্তা ও পাশের গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বায়জিদ দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। গত ৯ অক্টোবর রাতে সুযোগ পেয়ে তারা মুক্তার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘরের ভেতর তাদের অবরুদ্ধ করে রাখে। এতে আশপাশের মানুষও ভিড় জমায়।
অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, “আমরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কোনো অনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না। ওই রাতেই বায়জিদ মুক্তার বাড়িতে অবস্থান করেছিল, তার সঙ্গে আরও দুইজন বন্ধু ছিল। ঘটনাটি প্রত্যক্ষ করেছে বহু স্থানীয় মানুষ, যার ভিডিওচিত্রও রয়েছে।”
তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পর পূর্বশত্রুতার জেরে মেয়েটির মা ফরিদা বেগম বাদী হয়ে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে দাবি করেন অভিযুক্তরা।
সংবাদ সম্মেলনে চার শিক্ষার্থী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মানহানির সঠিক বিচার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এলাকারটির একাংশের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply