পাইকগাছায় উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনু-ষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
মহান সংস্কারক পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টীর আয়োজনে অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব শামসুল হুদা খোকন।
বক্তব্য রাখেন এস,এম,এ রাজ্জাক, গাজী মুজিবর রহমান, আলহাজ্ব শেখ আব্দুল আজিজ, শেখ মাসুদুর রহমান, সরদার ফরিদ আহমেদ, মাফিকুল ইসলাম, আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল অদুদ, রুহুল আমীন, মোস্তফা গাজী ও রেজাউল মোড়ল।

নতুন কুঁড়ি ২০২৫-এ আধুনিক গানে পাইকগাছা হৃদিষা রায় বৃন্দার সাফল্য

ইমদাদুল হক,,পাইকগাছা (খুলনা) ।।

বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) এর জনপ্রিয় অনুষ্ঠান

শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আধুনিক গানের অডিশনের চূড়ান্ত বাছাইপর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা জেলার পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা। তিনি (রেজি. নং: KHU1 101571) হিসেবে অংশ নিয়ে দেশের ৩৫ জন চূড়ান্ত বাছাইপ্রাপ্ত প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করেন।

হৃদিষা রায় বৃন্দা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কন্যা। তিনি রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়, ঢাকার সহকারী মহাব্যবস্থাপক দীপঙ্কর রায় ও রমা মন্ডল দম্পতির একমাত্র কন্যা।

তার এই অসাধারণ সাফল্যে স্থানীয়ভাবে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদিষা রায় বৃন্দাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা বলেন, “হৃদিষার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি পুরো পাইকগাছা উপজেলার গর্ব।”হৃদিষা রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *