দলের মধ্যে বি-ভাজন সৃষ্টি করবেন না -মাহমুদ হোসেন

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা অন্যান্য দলের মধ্যে প্রার্থী বাছাই করছে। আমি জানি এই আসনটি পিরোজপুর দুই আসন কিন্তু অনেকেই আসনটিকে নিয়ে বিভাজন সৃষ্টি করতে চায়। ভান্ডারিয়ার প্রার্থী কাউখালির প্রার্থী স্বরূপকাঠির প্রার্থী, ভান্ডারিয়া কাউখালী সড়ককাঠির প্রার্থী বলে কোন কথা হয় না। এটা পিরোজপুর ২ আসনের প্রার্থী।সুতারং দলের ভেতর বিভাজন সৃষ্টি করবেন না। দলের স্বার্থে সবাইকে এক হতে হবে।

বিভাজন সৃষ্টি করা ভালো কথা নয়। দলের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যার যে অবস্থান থেকে আমরা এই জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই এবারের নির্বাচনে তারেক রহমান সাহেবকে ক্ষমতায় নিয়ে আসবো। যদি নিয়ে আসতে পারি তাহলেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নেছারাবাদ উপজেলা বিএনপির আয়োজনে উত্তর-পশ্চিম সোহাগ দল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত লিফলেট বিতরণী এক জনসভায় পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেন এই কথা বলেন,

এসময় তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং নব্য যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এই দুই সত্যি এক হয়ে এদেশের মানুষের অনেক ক্ষতি করছে বা এখনো করতে চায়। তাই আমাদের সব সময় এক থাকতে হবে। আমারা সকলে মিলে তারেক রহমানকে আগামীতে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সমাজের স্বার্থে দেশের স্বার্থে, কোন ব্যক্তির স্বার্থে কথা চিন্তা না করে আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবো। এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের এখন একটাই কাজ।

তিনি আরো বলেন, এদেশের যে সরকার ছিল ১৭ বছরে তারালুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে বলতে গেলে এদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছেন। এর দায়িত্ব আমরা সবাই তারেক রহমানকে দিতে চাই। তার বাবা যে কাজটি করে যেতে পারেননি। তারই সন্তান তারেক রহমানের মাধ্যমে এ দেশের মানুষ সেটা ফিরে পেতে চায়। বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ , যে দেশটির স্বপ্ন আমরা সেই পাকিস্তান আমল থেকে দেখে এসেছি। কিন্তু আমাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি। আশা করি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

এ সময় জনসভায় উপস্থিত সকলের হাতে তারেক জিয়ার ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয়। নেছারাবাদ উপজেলা বিএনপি ও স্বরূপকাঠি পৌর শাখার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। তবে চোখে পড়ার মতো উপস্থিতি ছিলো জাতীয়তাবাদী দলের মহিলা নেতৃবৃন্দের।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *