টঙ্গির নি-খোঁজ ইমামকে পঞ্চগড়ে শি-কলবন্দী অবস্থায় উ-দ্ধার

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

গাজীপুরের টঙ্গীর মরকুন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড এলাকা থেকে শিকলে হাত বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মহিবুল্লাহকে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।

জানা যায়, মুফতি মহিবুল্লাহ জুমার খুৎবায় সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে ১২ বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। সর্বশেষ ২১ অক্টোবরও তাকে হুমকি দেওয়া হয়। এর পরদিন ২২ অক্টোবর (বুধবার) তিনি নিখোঁজ হন।

মুফতি মহিবুল্লাহ বলেন, গতকাল সকাল ৭টার দিকে হাঁটতে বের হলে পাঁচজন লোক একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। আমাকে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় এবং গালিগালাজ করে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল, মনে হয় না তারা বাংলাদেশের নাগরিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *