ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পা-লিত

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিকভাবে উদঘাটন ও প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেন ঝিনাইদহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম,রেল আব্দুল্লাহসহসাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন , এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যা। তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারেন না। কারণ স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা। স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন।

আতিকুর রহমান
ঝিনাইহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *