চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে রাতের আধারে অবৈধভাবে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার হাতে আটক। বৃহস্পতিবার গভীররাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় সার আটকের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও চলতি দ্বায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনা স্থলে উপস্থিত হয়ে সার গুলো জব্দ করেন।
এ সময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের কঠিন বিচার দাবি করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্তিম সার সংকট তৈরী করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষকসহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে রাতের আধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন।
বৃহস্পতিবার রাতে ব্যটারী চালিত দুটি অটো যোগে রাতের আধারে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। এ সময় জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। পরে শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ভাবে সার পাচারের অভিযোগে সার ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমশিনার (ভুমি) রাহাতুল করিম মিজান।
জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মুল্যে বিক্রয় করা হয়। বিক্রয়ের টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Leave a Reply