কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার ও কাঠি বাজারে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার উপস্থিত ছিলেন। পরে তিনি নিজ হাতে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করায় ভূয়সি প্রশংসা করেন।

Leave a Reply