হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আজম মোল্লাকে গ্রেফতার!
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ইং) সকালে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ অদ্য (২৩/১০/২০২৫ইং) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈকা হাসিনা ইয়াসমিন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আজম মোল্লা (৪৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজম মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী পাথরঘাটা গ্রামের মোঃ বাদশা মোল্লার ছেলে বলে ডিবি পুলিশ জানায়। এ/পি সাং কলমা, মুড়ী ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে,থানা- সাভার, জেলা-ঢাকা’কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply