নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ ও মাদ্রাসার ১০ জন মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের উপজেলায় এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার ব্যপারে আগ্রহী করে তুলবে। পাবলিক পরীক্ষায় ফলাফল আরও ভাল হবে। প্রতিযোগিতা সৃষ্টি হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে বিশাল অনুষ্ঠান করে এসএসসি পরীক্ষায় পৌরসভার জিপিএ – ৫ বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ১ হাজার ৫০০ টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ।
প্রথম বারের মত এ ধরনের অনুষ্ঠান করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পৌরবাসীর নিকট প্রশংসায় কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী
Leave a Reply