পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে আইনশৃঙ্খলা র-ক্ষায় এগিয়ে আসতে হবে -পাবনা পুলিশ সুপার

এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর উপজেলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মাদক বাল্যবিবাহসহ সকল প্রকার সামাজিক অপরাধ বন্ধে জনতার সাথে‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যায় সুজানগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ ‘ওপেন হাউজ ডে ‘অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খঁান । বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমদ।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দঁাড়ানো।এসময় তিনি মাদকের সঙ্গে কোনো আপস নেই উল্লেখ করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান। এ সময় তিনি আরো বলেন, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস,বিএনপি নেতা আব্দুল বাতেন, হাবিবুর রহমান মাস্টার, হারুন হাজারী, খন্দকার গোলাম আযম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়জ মন্ডল,জামায়াত নেতা আমনুল ইসলাম,গণমাধ্যম কর্মী এম এ আলিম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও বিপুল প্রাং এবং ছাত্রদল নেতা শেখ রুবেল প্রমুখ। অনুষ্ঠানে সুজানগর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *