মহিউদ্দীন চৌধুরী।। জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ উপজেলা সমাজসেবা কার্যালয়, পটিয়া, চট্টগ্রামের অধীনে থাকা ক্যাপিটেশনভুক্ত ৩৬টি এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে এই মাছ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ জামাল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিবৃন্দ।
জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সরকার সারাদেশে ইলিশ মাছ আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ, বিনিময় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।#২১.১০.২৫
Leave a Reply