কাচা ইট বিক্রির নামে এক ব্যবসায়ীর কোটি টাকা আ-ত্মসাত করেছে তিন ইটভাটার মালিক

এস মশিউর রহমান,
হবিগঞ্জ প্রতিনিধি।।
কাচা ইট ক্রয়ের নামে অগ্রিম টাকা নিয়ে প্রতারনা করেছে তিন ইট ভাটার মালিক। ফলে মামুন মিয়া নামে এক ব্যবসায়ী এখন পথে বসেছে। তাদের কাছে টাকা চাইলে উল্টো হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযাগ করেন শহরের রাজনগর এলাকার পাইপাস সড়কের বাসিন্দা ব্যবসায়ী মামুন মিয়া।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। বিভিন্ন ইটভাটা থেকে কাচা ইট ক্রয় করে থাকি। ২০১৯ সালে চুনারুঘাট উপজেলর অনিক বিক্সস থেকে ২৮ হাজার টাকা কাচা ইট ক্রয় করি। কিন্তু ইট প্রদানের সময় আসলে ভাটার মালিক কাউছারুল গনি বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। এছাড়া তাডর ভাই ফয়জুল গনির মালিকানাধীন ইটভাটা অন্যন্যা ব্রিকস থেকে ২০১৮ সালে ৩৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকার ইট ক্রয় করি কিন্তু ইট দেয়ার সময় আসলে তিনিও দেয় দিচ্ছি বলে সময় জ্ঞাপন করেন। এছাড়া নছরতপুর সড়কের মুন ব্রিকস এর মালিক এবাদুর রহমান শাহাজাহান এর নিকট থেকে ২০১৮ সালে ১৪ লাখ ৪২ হাজার টাকা কাচা ইট ক্রয় করে টাকা পরিশোধ করি কিন্তু ইট দেয়ার সময় তিনি সময় জ্ঞাপন করে কিন্তু আমাকে ইট বুজিয়ে দেন না। আমি এ বিষয়ে তাদের নিকট আমার পাওনা টাকা চাইলে তারা উল্টো আমাকে হত্যা করে লাশ বস্তাবন্ধি করে ফেলে দেয়ার হুমকি দেন। এতে করে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
তিনি অভিযোগ করেন তিন ব্যক্তির নিকট তার ১ কোটি ৩২ লাখ টাকা পাওনা রয়েছে। তারা প্রভাবশালী হওয়ার কারনে তাদের বিরুদ্ধে কোন ধরনের প্রদক্ষেণ গ্রহন করতে পারছেন না।
এ জন্য তিনি সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *