মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাধারণ জ্ঞানভিত্তিক বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার একমাত্র আয়োজক Bangladesh General Knowledge Club আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বীতিয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ছোটদের সহজ ইসলামিক কুইজ প্রতিযোগিতা- ২০২৫। এবারের প্রতিযোগিতায় সহযোগিতা করবেন আমান সিমেন্ট,আল আরাফাহ ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক ও একুশে টিভি। অংশগ্রহণকারী সকলের মাঝে থাকবে অংশগ্রহণমূলক সার্টিফিকেট। এবারে সর্বমোট পুরস্কার ৫৫০ টি থাকছে। অনলাইন পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার ।
পুরস্কার সমূহতে থাকছে বাছাই পর্ব উত্তীর্ণকারী প্রতি গ্রুপ থেকে ১২৫ জন করে মোট ৪ × ১২৫ = ৫০০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান।
এরপর থাকছে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (অফলাইন) ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার। মাইলস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ি উত্তরা ঢাকায় অনুষ্ঠিত হবে।
পুরস্কার সমূহে থাকছে চূড়ান্ত পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জনকে ক্রেস্ট সার্টিফিকেট ও অন্যান্য গিফট প্রদান করা হবে।
গ্রুপ বিভাজনে থাকছে Group A ৩য়-৫ম শ্রেণি (ছোটদের সহজ ইসলামিক কুইজ)। Group B ৬ষ্ঠ – ৮ম শ্রেণি (সাধারণ জ্ঞান কুইজ)।Group C ৯ম – দ্বাদশ শ্রেণি (সাধারণ জ্ঞান কুইজ)। Group D দ্বাদশ শ্রেণির ঊর্ধ্বে (সাধারণ জ্ঞান কুইজ)।
নিচের লিঙ্ক থেকে “১ম জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার” অনুষ্ঠানের স্বল্প সংখ্যক ছবি দেখা যাবে
Link:https://drive.google.com/drive/folders/1wlkPrHnXfqJc0xTDdMulYAXj8WiYTB3q?usp=sharing
প্রাথমিক বাছাইপর্ব অনলাইনে Atm Quiz app (android) এর মাধ্যমে হবে। সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, সময়, নমুনা প্রশ্নপত্র ইত্যাদি সবকিছু অ্যাপ থেকে জানা যাবে। নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হলো।
App Link: https://atmquiz.com/app
নিচের লিঙ্ক থেকে অ্যাপ এ রেজিস্ট্রেশন পদ্ধতি দেখা যাবে :-
Link:https://drive.google.com/file/d/1Q7cMi5mRnZYxC7F66w_ItuX4LjnOr2Nm/view?usp=drivesdk
পরীক্ষার ফি: ১০০ টাকা মাত্র। তবে app টি আপনার একজন বন্ধুর মাঝে রেফারেল কোডের মাধ্যমে শেয়ার করে প্রতি শেয়ারের জন্য ১০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এভাবে শুধু ফ্রিতে পরীক্ষা নয় আগামী বছরের পরীক্ষার জন্যেও টাকা জমা রেখে দিতে পারেন। app থেকে competition – এ অংশগ্রহণের সময় যেকোনো বিকাশ নম্বর থেকে ১৯ ডিসেম্বর,২০২৫ শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ফি প্রদান করতে পারবেন।
নিচের লিঙ্ক থেকে অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পেমেন্ট সিস্টেম দেখা যাবে—–
Link:https://drive.google.com/file/d/1u8tc0X_fNud7zVbpQKIlqXh57-YLwtSR/view?usp=drivesdk
নিচের লিঙ্ক থেকে অধ্যক্ষ/ প্রধান শিক্ষক মহোদয়ের নিকট পাঠানো প্রতিযোগিতা সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং ক্লাবের ঠিকানা ও ফোন নাম্বার দেখে নিতে পারবে।
Link:https://drive.google.com/file/d/1eLX4s3lrWLqUkKQDmUAvcfOt4eOpNuFc/view?usp=sharing
প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফাইনাল রাউন্ডের জন্য মাইলস্টোন কলেজের লোকেশন নিচের লিংক থেকে দেখা যাবে
Link: https://share.google/ea2sONivMbV2b7Jy5
নিচে “Bangladesh General Knowledge Club” এর ফেসবুক লিংকে ক্লিক করুন:-
https://www.facebook.com/reel/2749191562139069/?app=fbl
Leave a Reply