চারঘাটে জেন্ডার ও জলবায়ু ন্যা-য়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প আওয়াতায় (১৯অক্টোবর) রবিবার সকালে সভা কক্ষ, উপজেলা কৃষি কার্যালয় চারঘাট লোকমোর্চা ও সিএএফ আয়োজনে উন্নয়ন, জেন্ডার অন্তর্ভূক্তি এবং জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাস এর সঞ্চালনায় চারঘাট উপজেলার লোকমোর্চা কমিটির সভাপতি বজ্রহরি দাস এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন (গেটকা) প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস।

এসময় বক্তব্য দেন লোকমোর্চা কমিটির সাধারণ সদস্য ইউনুস আলি, সদস্য সাবেক কাউন্সিলর আজাদ আলী,প্রজেক্ট এ্যাসিন্টেড সেলিম রেজা, নুসরাত জাহান নিশিতা, সাজেদুল ইসলাম, ষষ্ঠি পাহাড়িয়া, জুবায়ের ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ সিএএফ সদস্যবৃন্দ ২৫ জন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু ন্যায়্যতা ও ন্যায়বিচার সর্ম্পকে বিভিন্ন দিক নিদের্শনা নিয়ে আলোচনা করা হয় ও সকল সদস্যবৃন্দের একসাথে কাজ করার আহবান জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *