এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বিএনপির প্রভাব খাটিয়ে সর্বজনীন কবরস্থানের গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুলাই মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন শাহজাহান আলী নামক স্থানীয় এক বাসিন্দা । লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, এ ঘটনায় দুলাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সুষ্ঠ তদন্ত পূর্বক দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।অভিযুক্ত আব্দুর রাজ্জাক উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দি এলাকার এবং অপর অভিযুক্ত নাছিম একই ইউনিয়নের চরজোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা।এলাকাবাসী জানিয়েছেন অভিযুক্ত দুইজনই স্থানীয় বিএনপি নেতা।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দুলাই ইউনিয়নের চরজোড়পুকুরিয়া, বামুন্দি,পাইকপাড়া ও তেবিলার আংশিক গ্রামের মানুষদের জন্য প্রায় ১০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত একমাত্র সর্বজনীন কবরস্থানটিতে বিগত প্রায় ২০ বছর পূর্বে স্থানীয় লোকজন মেহগুনিসহ বিভিন্ন জাতের গাছ রোপণ করেছিলেন। পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য এসব গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত একমাস পূর্বে এলাকার কাউকে কোন কিছু না জানিয়ে নিজেকে ওই কবরস্থানের সভাপতি দাবি করে বিএনপি নেতা ও চিনাখড়া কিয়ামউদ্দিন টেকনিক্যাল কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক ছোট বড় প্রায় ৩০ টি গাছ ২লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেন এবং এর একমাস পর গত দুইদিন আগে নাছিম নিজেকে ওই একই কবরস্থানের সভাপতি দাবি করে ছোট বড় প্রায় ২৫টি গাছ কর্তন করে ২লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগে আরও বলা হয়, গাছগুলো কেটে নিয়ে যাওয়ার এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গাছ কর্তনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম মাস্টার বলেন, দলীয় প্রভাব খাটিয়ে এ ধরনের কাজকর্ম কাম্য নয়। এগুলো প্রতিহত না করলে দলের ইমেজ নষ্ট হবে।এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা অভিযুক্ত আব্দুর রাজ্জাক ও নাছিম উভয় ব্যক্তিই নিজেদেরকে ওই কবরস্থানের বর্তমান সভাপতি দাবি করে গাছ কাটার বিষয়ে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, গাছ বিক্রির টাকা তারা ব্যাংকে জমা রেখেছেন। এ বিষয়ে দুলাই মডেল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহমত আলী খান শনিবার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক তদন্ত অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গাছ কাটার বিষয়ের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেওয়া হবে।
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।
Leave a Reply