এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । শুক্রবার দুপুরে উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের ক্রোড়দুলিয়া গ্রামে মোছাঃ সাজেদা খাতুনের বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা খাতুন বাদী হয়ে এমদাদুল হক ও আবুল কালামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত এমদাদুল হক ও আবুল কালামের বাড়ী পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সাজেদা খাতুনের ছেলের সাথে বিদেশ যাওয়া সংক্রান্তÍ বিরোধের মিথ্যা একটি অভিযোগ এনে এমদাদুল হক ও আবুল কালামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই বাড়িতে প্রবেশ কওে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালান । এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙ্গে ও ঘরের একাধিক জানালা ভাঙচুর করে কক্ষে ঢুকে বৃদ্ধা সাজেদা খাতুন ও তার পুত্রবধুকে মারধর করে ঘরের আলমারির তালা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে বৃদ্ধা সাজেদা খাতুন সহ তার পরিবার। এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।
Leave a Reply