বানারীপাড়ায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কৃষক-দল নেতা সেন্টু

বরিশালের বানারীপাড়ায় বিএনপির তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক,বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লায়ন আকতার সেন্টু। শনিবার ১৮ই অক্টোবর বানারীপাড়া উপজেলার বন্দর বাজারসহ গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম সফরুল,বরিশাল জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ তুহিন, বানারীপাড়া পৌর কৃষকদলের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমানসহ বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময়ে লায়ন আকতার সেন্টু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে গনতন্ত্রের মুক্তির লড়াই করে আসছে।আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।তবে বানারীপাড়ার মানুষের মাঝে বিএনপির ৩১ দফা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি। আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটি দলের স্বার্থে যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষ্যে কাজ করবো।তবে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় বরিশাল-২ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দেব।

মোঃ সাব্বির হোসেন।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *