বাউল শিল্পী বাবুল আর নে-ই

তরিকুল ইসলাম তরুন,

সংস্কৃতি জগতের অনন্য নিদর্শন বাউল শিল্পী বাবুল আর নেই।
কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বাবুল বাউল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরিবার সূত্রে জানা যায়- বাবুল বাউল নামে পরিচিত ফজলুর রহমান বাবুলের পৈত্রিক নিবাস বরিশাল হলে ও তার বেড়ে ওঠা এবং সংগীত চর্চার পুরো সময় কেটেছে কুমিল্লায়।

যে কোন অনুষ্ঠানে গানের জন্য ডাক পড়লে, কাউকেই ফেরাতেন না। সব অনুষ্ঠানে অবলীলায় গান করতেন। তিনি পরিবার নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোডে বসবাস করতেন এবং সেখানে ছোট্ট একটি চায়ের দোকান ছিল।
চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ স্ট্রোক করলে পরিবার এবং সাংস্কৃতিক কর্মীদের সহযোগীতায় গত কিছুদিন আগে কিছুটা সুস্থ হলে তার বাবা মার কবর জিয়ারতের উদ্দেশ্যে বরিশাল যায়। সেখানে অসুস্থ হলে বরিশালে হসপিটালে ভর্তি করানো হয় এবং গত রাত ৭টায় সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পরিবারের ইচ্ছা অনুযায়ী বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *