নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে গুরুত্বপূর্ণ পুল ও রাস্তা। প্রতি শুক্রবার শতাধিক যুবক অংশ নিচ্ছেন এ জনকল্যাণমূলক কাজে। স্থানীয়দের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে ইতোমধ্যে ২০ টি অকেজো পুল সংস্কার ও নতুনভাবে নির্মিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃত্বাধীন এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: সাইফুল ইসলাম এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রম ভিত্তিক এ উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন।
দীর্ঘদিন সরকারি উদ্যোগে কোনো উন্নয়ন না হওয়ায় বলদিয়া ইউনিয়নের রাস্তাঘাট ও পুলগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ফলে ২০ মিনিটের পথ অতিক্রমে সময় লাগত প্রায় এক ঘণ্টা। এই দুর্ভোগ দূর করতেই গত এক মাস ধরে চলছে স্থানীয় উদ্যোগে এ উন্নয়ন কার্যক্রম।
ইতোমধ্যে মধ্য বলদিয়া মলুহার বালিকা বিদ্যালয়ের পাশে ছাউনি-সংবলিত নতুন পুল, কেরামদ্দি, কাটাখালি, রাজাবাড়ী ও সোনারঘোপ এলাকায় একাধিক পুল ও রাস্তা সংস্কার করা হয়েছে। আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।
স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, “সরকারি বরাদ্দ না পেয়ে আমরা নিজেরাই অর্থ জোগাড় করে কাজ করছি। সৈকত ভাই আমাদের প্রেরণা।” তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন , আমরা শুরু করেছি আপনারাও শুরু করুন। তাহলে আমাদের অবহেলিত বলদিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব হবে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “যুব সমাজের এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ প্রশংসনীয়। তারা প্রমাণ করেছে, উন্নয়নের জন্য শুধু জনপ্রতিনিধির ওপর নির্ভর না করে জনগণও অনেক কিছু করতে পারে।
আনোয়ার হোসেন ।।
Leave a Reply