নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে অবরোধের মধ্যে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল ৬ কেজি ইলিশ ও
১৫ কেজি ওজনের একটি কাতল মাছ জব্দ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দিনভর নেছারাবাদ উপজেলার কাউখালী-বানারীপাড়া সীমান্তসহ নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য দপ্তর ও নেছারাবাদ নৌপুলিশের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরে বিকেলে নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার বলেন, “আজকের অভিযানটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড়। এতে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। কিছু ইলিশ মাছ এবং ১৫কেজি ওজনের একটি কাতলা পাওয়া গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলেরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত জালের মধ্যে ১৫ কেজি ওজনের কাতল মাছ ও ৬ কেজি ইলিশ পাওয়া যায়। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইলিশ রক্ষা অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ ধরলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।
Leave a Reply