টুরিস্ট পুলিশ এবং রা-উন্ড টেবিলের যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার জয়নাল আবেদীন পার্কে সাইকেল রেলি

বি এম মনির হোসেনঃ-

সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ জেলার জয়নাল আবেদিন পার্কে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন ও রাউন্ড টেবিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং আরএফএল দুরন্ত সাইকেল এ-র সার্বিক সহযোগিতায় সাইক্লিস্টদের জন্য আলাদা লেন, পরিবেশ বাঁচাতে পরিবেশ দূষণ ও বায়ু দূষণ কমানোর স্লোগান নিয়ে এক মনোমুগ্ধকর সাইকেল রেলি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলির উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ নাঈমুল হক পিপিএম পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ময়মনসিং রিজিয়ন।
ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত বাইকাররা বিভিন্ন রকমের সাইকেল স্টান্ট শো প্রদর্শন করেন। পরবর্তীতে জয়নাল আবেদিন পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান ঘুরে জয়নাল আবেদিন পার্কে এসে রেলি সমাপ্তি করে। এ এই রেলির মূল উদ্দেশ্য ছিল বাইকারদের জন্য আলাদা সাইকেল লেন রাখা, পরিবেশ উন্নয়ন এবং বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন, জনাব মোঃ এজাজ আহমেদ রনি রাউন্ড টেবিল বাংলাদেশ, আরএফএল ও দুরন্ত সাইকেল লিমিটেডের পরিচালক সহ উক্ত সাইকেল রেলিতে অংশগ্রহণকারী ময়মনসিংহ জেলার বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *