কুমিল্লায় আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সভাপতির সনদ জা-লিয়াতি, প্রমাণ মিলেছে

তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সভাপতি পদে সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে নতুন সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করা নির্দেশ দিয়েছে।

জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মরহুম আমীর হোসেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভালো ফলাফলের ধারায় এগিয়ে যাচ্ছে। কলেজের ম্যানেজিং কমিটি প্রতি দুই বছর অন্তর গঠন করা হয়। সর্বশেষ ২০২৫ সালের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হলে সভাপতি নির্বাচিত হন এক ব্যক্তি, যিনি নিজেকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে “মাস্টার্স অব আর্টস ইন ইসলামিক স্টাডিজ এন্ড দাওয়াহ” ডিগ্রিধারী বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা যায়, তার প্রদর্শিত সনদটি ভূয়া।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে উক্ত সার্টিফিকেটটি তাদের প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হয়নি এবং এটি অবৈধ সনদ। ফলে সভাপতি পদে থাকা ওই ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠি ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো হয়। চিঠিতে নতুন সভাপতি মনোনয়নের লক্ষ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে নিয়ম অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করি। পরবর্তীতে সভাপতির সনদ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সেটি সম্পূর্ণ সত্য ও প্রমাণিত। প্রশাসন সর্বদা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখার পক্ষে।

সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে সাবিনা আফরোজের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

অন্যদিকে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (রাষ্ট্রপতি) কর্তৃক মনোনীত প্রতিনিধি এক বিবৃতিতে জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সনদ জালিয়াতির কোনো স্থান নেই। আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৎ ও যোগ্য শিক্ষানুরাগীদের মাধ্যমেই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *