ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা ) ।।
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর পিছিয়ে থাকা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ও নতুন বাংলাদেশ বিনির্মানে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে জনগণের দৌড়গোড়ে পৌছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। যার অংশ বিশেষ প্রত্যান্তাঞ্চল পাইকগাছা ও কয়রার মানুষের জন্য পাইকগাছায় উপ আঞ্চলিক কেন্দ্র উদ্ধোধন করা হলো।
শনিবার সকালে পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজ উল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। তিনি বলেন,শিক্ষাকে আধুনিকায়ন ও সকলেই যাতে যেকোন বয়সে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারেন সেজন্য সাবেক প্রধানমন্ত্রী ১৯৯২ সালে সংসদে আইন পাশ করে উম্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বক্তব্য রাখেন পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ফসিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন,ফসিয়ার রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শেখ রুহুল কুদ্দুস,খান সাহেব কোমরুদ্দীন কলেজের মোঃ হাফিজুর রহমান পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব,প্রধান শিক্ষক ও সমন্বয়কারী আনিছুর রহমান,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, রিপোটার্স ইউনিটির সভাপতি জি,এম,মিজানুর রহমান,প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক।
Leave a Reply