অলকা নদী বাংলা মার্কেটের মোবাইল চু-রির ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্তে গ্রে-ফতার-৩

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় থেকে মোবাইল ফোনের দোকানে ভয়াবহ চুরির ঘটনা সনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ঘটনার সাথে জড়িতসহ ৩জনকে গ্রেফতা করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাদশা চৌধুরী (২৬),মোঃ শাহিন (২৫),মোঃ আবুল খায়ের (২৭)।

শনিবার(১৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রেস ব্রিফিং এ তিনি জানান-এর আগে গত ১৮ জুন-২৫ বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন অলকা নদী বাংলা কমপ্লেক্স এর ২য় তলায় জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ নামক মোবাইল দোকানের শার্টারের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা সর্বমোট ১৪৩ টি বিভিন্ন ব্রান্ড ও বিভিন্ন মূল্যের স্মার্ট মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য অনুমান ৫৫,০০,০০০/-(পঞ্চান্ন লক্ষ) টাকার আলামত এবং নগদ ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়।পরে উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ-এর তদারকিতে ডিবির একটি চৌকস টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২অক্টোবর-২৫ তারিখে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানার কালা মিয়া বাজার এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ পেন্নাই এলাকার হারুন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ বাদশা চৌধুরী (২৬),কুমিল্লার জেলার লাঙ্গলকোট থানার গোহারুয়া এলাকার আজিজুল হক এর পুত্র জেলার কাজীপাড়া রোড, জাঙ্গালিয়া, পদুয়ার বাজার,তালতলা, ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া মোঃ শাহিন (২৫), কুমিল্লা জেলার লালমাই থানার পেরুল দীঘির পাড় এলাকার মৃত নুর আলম এর পুত্র মোঃ আবুল খায়ের (২৭)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দিনের বেলায় এই চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করতে মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সকল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত সময়ে এই চুরির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তিনি জানান গ্রেফতারকৃতদের
বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ১মং আসামী মোঃ বাদশা চৌধুরী (২৬) উক্ত ঘটনায় নিজেদের জড়িতসহ যে কৌশলে অলকা নদী বাংলা মার্কেটে চুরি করেছে বলে তাহার বিস্তারিত বর্ণনা বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকাররোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উক্ত ঘটনায় অপরাপর জড়িত আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *