সেনবাগের ছমিরমুন্সীর হাটে বিভিন্ন নামে লাইসেন্স বি-হীন মা-নহীন দধি উৎপাদন ও বাজারজাত করনের অভি-যোগ

রফিকুল ইসলাম সুমন।
(নোয়াখালী জেলা প্রতিনিধি)

নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও
বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য বিধিমালা ১৯৬৭ এর ১১ ধারা লঙ্ঘন করে,নোয়াখালী সেনবাগের ছমিরমুন্সীর হাট সংলগ্ন ইয়ারপুর একটি বসতবাড়ীর ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে, বিভিন্ন নকল মোড়ক ব্যবহার করে, বিভিন্ন নাম ব্যবহার করে দধি উৎপাদন ও বাজারজাত করনের অভিযোগ উঠেছে রাসেল নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ফুড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই স্পেশাল দই,ফ্যামেলী দই ও কোয়ালিটি দই নামে বিভিন্ন নামে মানহীন দধি বাজারজাত করছেন সেনবাগের বিভিন্ন বাজারে।

রাসেল নামে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মানহীন দধি বাজারজাত করনের বিষয়ে অভিযোগ করেছেন বেশ কয়েকজন দধি কারখানার মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ।

রাসেল নামের ঐ অসাধু ব্যক্তির এমন নাম স্বর্বশ্বহীন লাইসেন্স বিহীন অবৈধ কারখানা ও দধি উৎপাদন বন্ধে সঠিক তদন্তের মাধ্যমে ১৯৫৬ সালের আইন অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সেনবাগ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *